Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

ক. প্রকল্পের শিরোনাম :   পিইডিপি-৪ এর সাব কম্পোনেন্ট ২.৫ এর অধীন আউট অব স্কুল চিলড্রেন শিক্ষা কর্মসুচী 

খ. প্রকল্পের উদ্দেশ্য  :

  • উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয় বহির্ভুত ( ঝরে পড়া এবং ভর্তি না  হওয়া) ৮-১৪ বছর বয়সী শিশুদের প্রাথমিক শিক্ষা গ্রহণের জন্য দ্বিতীয়বার সুযোগ দেয়া এবং আনুষ্ঠানিক শিক্ষার মূলধারায় নিয়ে আসা।
  • প্রাথমিক শিক্ষা সমাপনের পর কারিগরী/মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা করে উৎপাদনশীল নাগরিক হিসেবে গড়ে তোলা।
  • দেশকে নিরক্ষরমুক্ত করা।

গ. কর্ম এলাকা : দেশের ৬৪ জেলার ৩৩০টি উপজেলা।ঠাকুরগাঁও জেলায় পীরগঞ্জ, হরিপুর ও বালিয়াডাঙ্গী উপজেলা।

ঘ. লক্ষ্য জনগোষ্ঠী: ৬৩০০জন ৮-১৪বছর বয়সী ছেলে-মেয়ে।