ইউনেস্কোর উদ্যোগে প্রতি বছর বিশ্বজুড়ে ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বরাবরের ন্যায় এবারও ঠাকুরগাঁও জেলায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। জেলা প্রশাসন, ঠাকুরগাঁও এর আয়োজনে ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় এ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ মাহবুবুর রহমান। আলোচনা সভায় প্রবন্ধ পাঠ করেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারি পরিচালক জনাব কানিজ ফাতেমা তিন্নি। এছাড়াও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, স্থানীয় সুধীজন ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে দিনটি সফল্ভাবে উদযাপন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস